পা উড়ে গেলো এক শ্রমিকের : আহত ৫

গুলশানে নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার সময় নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোয়া ১২টার দিকে গুলশান-২ নম্বরে মিছিলটি আসা মুহূর্তেই একটি হাতবোমা ছুঁড়ে মারা হয়। এতে একজনের পা উড়ে যায়। আহত হন আরো পাঁচজন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করে।

এ সময় গুলশান এলাকায় ডিউটিতে থাকা এসআই মান্নাফ বলেন, ‘মন্ত্রীর মিছিলটি যখন গুলশান-২ নম্বর অতিক্রম করছিল, তখন একটা শব্দ শুনেছি। তবে সেটা ককটেল কি না জানি না।’

বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন ২০ জোটের চলমান হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

এর আগে সকালে খালেদার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা উত্তর মহিলা লীগ।



মন্তব্য চালু নেই