গুগল অনিতা বরগ স্কলারশিপে আবেদনের শেষ সময় আজ

তানভীর আহম্মেদ : অনিতা বরগ বিশ্বাস করতেন যে, প্রযুক্তি আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। তিনি তাঁর সম্পূর্ণ জীবনে মানুষের উপর প্রযুক্তির প্রভাবকে ইতিবাচক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই চেষ্টাই অনিতাকে ১৯৯৭ সালে “ইন্সটিটিউশন ফর ওমেন অ্যান্ড টেকনলজি’” প্রতিষ্ঠা করার জন্য উদ্বুদ্ধ করেছিল।

প্রতিষ্ঠানটি এখনও তাঁর উত্তরাধিকার এবং নামেই চলছে। এই প্রতিষ্ঠানের আওতায় দেয়া হচ্ছে “গুগল অনিতা বরগ স্কলারশিপ”। যারা গুগল অনিতা বরগ স্কলারশিপ পাবেন অস্ট্রেলিয়া, চীন, হংকং, তাইওয়ান, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের স্নাতক এবং সম্মান উত্তীর্ণ একদল নারী-শিক্ষার্থী বাছাই করা হবে। এ বাছাই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা এবং নেতৃত্বদানের অভিজ্ঞতা যাচাই করে সিদ্ধান্ত নেয়া হয়।



মন্তব্য চালু নেই