গুগলে “সেক্স” সার্চ কমেছে বাংলাদেশে

২০১৪ সালে দেশে এবং প্রতিবেশি দেশগুলোর গণমাধ্যমে বেশ ঘটা করে প্রচার হয়েছিল বাংলাদেশের গুগল ট্রেন্ডে টপ সার্চে থাকা শব্দটি নিয়ে। সেবার বাংলাদেশে গুগলের টপ সার্চে ছিল সেক্স (Sex) শব্দটি। কিন্তু ২০১৫ সালে প্রথম ১০ ট্রেন্ডিং সার্চের মধ্যেই নেই এ শব্দটি।

২০১৫ সালের গুগল ট্রেন্ডিং সার্চে সবার উপরে রয়েছে ‘এসএসসি রেজাল্ট ২০১৫’, তারপরেই আছে ‘এইচএসসি রেজাল্ট ২০১৫’ এবং তৃতীয় অবস্থানে রয়েছে এইচএসসি লেভেলে ভর্তি ওয়েব সাইটের ঠিকানা। অর্থাৎ গুগল ট্রেন্ডে টপ তিনটি সার্চ ছিল শিক্ষা সম্পর্কিত। গুগল ট্রেন্ডের পরের তিনটি সার্চ ছিল ক্রিকেট নিয়ে। চতুর্থ অবস্থানে ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫’, পঞ্চম অবস্থানে ‘আইপিএল ২০১৫’ এবং ষষ্ঠ অবস্থানে ক্রিকেট বাজ।

এ ছাড়াও সালমান খানের মুভি ‘বাজরাঙ্গি ভাইজান’ সপ্তম ও ‘প্রেম রাতান ধান পাইও’ দশম অবস্থানে রয়েছে। নবম অবস্থানে রয়েছে শিক্ষা সম্পর্কিত অপর একটি বিষয় এনটিআরসিএ। গুগল ট্রেন্ডিং সার্চে শীর্ষ ১০-এর মধ্যে চারটি ছিল শিক্ষা সম্পর্কিত।



মন্তব্য চালু নেই