গাড়ি বানাবে না গুগল

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশ করার কোনো পরিকল্পনা নেই গুগলের – জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়েব জায়ান্ট গুগলের এক কর্মকর্তাও বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে বিভিন্ন গবেষণার পর এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাল গুগল। এ বছরের জানুয়ারি মাসেও প্রতিষ্ঠানটির নির্বাহীরা নিজেদের স্বয়ংক্রিয় গাড়ির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত ছিলেন না।

গুগলের পরিকল্পনা অনুসারে, প্রতিষ্ঠানটি গাড়ি নির্মাণের বদলে স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। এ ছাড়াও তারা অটোপার্টস সরবরাহকারী বশ ও জেডএফ ফ্রিড্রিক্সহাফানের সঙ্গে আগের অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখবে।

এ প্রসঙ্গে গুগল কর্মকর্তা ফিলিপ জাস্টাস জানিয়েছেন, গুগলের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হওয়ার কোনো ইচ্ছা নেই। অন্যদিকে এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে গুগল বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হবে এবং সেসব প্রতিষ্ঠানকে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি সম্পর্কিত প্রযুক্তি ব্যবহার করতে দেবে।



মন্তব্য চালু নেই