গাড়ি ধুইলে গাছে পানি দিলে জরিমানা!

তীব্র গরমে অতিষ্ঠ আমাদের পাশের দেশ ভারত। সেই সঙ্গে এখন দেখা দিয়েছে তীব্র পানি সঙ্কট। তাই পানি বাঁচাতে এক অদ্ভূত নিয়ম করেছে পশ্চিমবঙ্গের চণ্ডীগড় পৌরসভা কর্তৃপক্ষ। সারা সিদ্ধান্ত নিয়েছে, সকালবেলায় যদি কেউ পানি অপচয় করে গাড়ি ধোওয়াধুয়ি করে বা গাছে পানি দেয়, তাহলে তাদের জরিমানা দিতে হবে ২০০০ রুপি।

চণ্ডীগড় পৌরসভার প্রধান প্রকৌশলী বিকে ধাওয়ান জানান, সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শহরে গাড়ি ধোওয়া এবং গাছে পানি দেয়া নিষিদ্ধ করা হচ্ছে। যারা নির্দেশ লঙ্ঘন করবেন, তাদের ২০০০ রুপি করে জরিমানা করা হবে।

পানির অপচয় রুখতে ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযানও চালাবে পৌর কর্তৃপক্ষ। তবে নির্দেশ লঙ্ঘনকারীদের শুধু জরিমানা করেই ছেড়ে দেয়া হবে এমনটা নয়। যারা বারবার পানি অপচয় সংক্রান্ত নির্দেশ লঙ্ঘন করবেন, তাদের পানির সংযোগ কেটে দেয়া হবে।



মন্তব্য চালু নেই