গাড়ি চালকদের শাস্তির আইন সংস্কার হবে

চালকদের শাস্তির আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল ১১টায় বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে পরিবহন মালিক-শ্রমিকসহ স্টেক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সরকারের ভেতরের একজন প্রভাবশালী শ্রমিক নেতার আপত্তির কারণে দীর্ঘদিন ধরে চালকদের শাস্তির আইনটি সংস্থার হচ্ছে না- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শাস্তির আইনটি সংস্কার করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা আগের চেয়ে কমেছে। দুর্ঘটনা বন্ধ না হলেও সহনীয় পর্যায়ে চলে এসেছে। তবে দুর্ঘটনা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘১০ হাজার নয়শ ৫৬টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৭৮ লাখ ৩২ হাজার টাকা। কারাদণ্ড দেয়া হয়েছে ৪৫ জনকে এবং ডাম্পিং করা হয়েছে ২৯৬টি  যানবাহনকে।’

বরিশালে অনুমোদনহীন গাড়ির বিষয়ে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন কোনো গাড়ির অনুমোদন দিতে পারে না। তারা টোকেন দিয়ে নিজেদের ইচ্ছেমত গাড়ি চালাচ্ছে। এগুলো খতিয়ে দেখতে হবে।’

পরিবহন মালিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘নাটোরে এতগুলো মানুষকে চাপা দিয়ে চলে গেছে সে গাড়িটির খোঁজ আপনারা আজ পর্যন্ত  দিতে পারেন নাই।’

এসময় পরিবহন মালিকদেরকে তিনি নতুন গাড়ি আমদানি করতে বলেন। প্রয়োজনে অর্থমন্ত্রীর সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলবেন বলেও জানান।

পরিবহন মালিকরা জানান, ‘বর্তমানে প্রায় ২২ লাখ গাড়ি রয়েছে। আর ড্রাইভারের সংখ্যা ১৪ লাখ।’

এসময় মন্ত্রীর কাছে ড্রাইভারদের সঙ্কটের কারণে আরো বেশি সংখ্যক ড্রাইভারকে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবি জানান তারা।



মন্তব্য চালু নেই