গাড়িবহরে হামলায় আ.লীগের কেউ জড়িত নন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয়েছে তাতে আওয়ামী লীগের কেউ জড়িত নন। সিএসএফ বাহিনীর সদস্যরায় হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। কোথাও যেতে হলে পুলিশকে জানিয়ে যেতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া সিএসএফ বাহিনী তৈরি করার পর পুলিশকে গুরুত্ব দেন না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, কাঙ্খিত ভিডিও ফুটেজ পেলে পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কাঙ্খিত ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। যে ফুটেজ পাওয়া গেছে, তাতে বিবস্ত্র করার কোনো ফুটেজ পাওয়া যায়নি।

এর আগে আজ দুপুরে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেফতার, বিচার ও দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচার দাবিতে ছাত্র ইউনিয়নের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকি আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি লিটন নন্দীসহ সংগঠনের ৬ শীর্ষ নেতা এ স্মারকলিপিটি জমা দেন।



মন্তব্য চালু নেই