গাড়িতে ‘পুলিশ’ লেখা স্টিকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টিপু সুলতান (রবিন), সাভার থেকে: মাদক পাচারকালে ঢাকার ধামরাই থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের বাথুলি এলাকার ইনসেপ্টা ফার্মসিউটিক্যালসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত পুলিশের স্টীকার সংবলিত একটি মিনি পাজারো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১৬৫০১) জব্দ করা হয়েছে। পরে গাড়ি ও মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশী করে এক হাজার পিছ ইয়াবা, জাতীয় পরিচয়পত্র, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয়ে ছুটির দরখাস্ত, নয়ারহাট বাস-ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদকের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

2

আটককৃতরা হলো- ঢাকার ধামরাইয়ের সাহাবেলীশ্বর ললিতনগর এলাকার এসএম শওকত হোসেনের ছেলে এসএম মানিক এইচ রাজু (৩৬), একই উপজেলার নওগাও গ্রামের আব্দুল হানিফের ছেলে মোঃ মতিয়ার রহমান।

এছাড়াও ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এদের মধ্যে আটককৃত মানিক এইচ রাজু ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনের ভাই।

photo1

এব্যাপার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, আটককৃত মানিক এইচ রাজু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হলে বিভিন্ন পরিচয় ব্যবহার করে আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে আসে।

এছাড়াও সে এনএসআইয়ের এডি ও পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় কৌশলে মাদক বিক্রী করে থাকে বলে জানা গেছে।

এঘটনায় আটককৃতের বিরুদ্ধের মাদক ও প্রতারনা আইনে পৃথক মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই