‘গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইনস্টিটিউট হবে না’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজ নিয়ম অনুযায়ী ইনস্টিটিউট হতে পারে না।

তিনি বলেন, ‘আন্দোলন করে চাইলেই কলেজটি ইনস্টিটিউট হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর বিষয়টা নির্ভর করে।’

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মূলত সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭ এর প্রতিযোগিতা সম্পর্কে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ বিষয় মন্ত্রী জানান, সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৩০ মার্চ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পঞ্চমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তিনটি গ্রুপে চারটি বিষয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণের আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে’



মন্তব্য চালু নেই