গাবতলী থেকে শ্যামলী পার্কিংমুক্ত করার ঘোষণা

যানজটের তীব্র যন্ত্রণা থেকে ঢাকাবাসীকে মুক্তি দেয়ার চেষ্টার অংশ হিসেবে রাজধানীর গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত এলাকা পার্কিংমুক্ত করার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
মঙ্গলবার এক সমাবেশে এ ঘোষণা দেন আনিসুল হক।

তিনি বলেন, ১ জানুয়ারি থেকে শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত কোনো যানজট হবে না। বাস-ট্রাক মালিকদের তাদের বাস-ট্রাক রাখার জায়গা করতে হবে। সরকার লাইসেন্স দেয়ার সময় কাউকে বলেনি আপনাকে জায়গা (পার্কিংয়ের) দেয়া হবে।

গাবতলী বাস টার্মিনালের অবৈধ দখলদারদের সরে যেতে সাতদিন সময় বেঁধে দেন আনিসুল হক। তিনি বলেন, যারা অবৈধভাবে আছেন, তারা সাতদিনের মধ্যে সরে যান। নাহলে আইন প্রয়োগে বাধ্য হবো।

একই অনুষ্ঠানে নদীপাড়ের ওয়াকওয়ে দখল করে যারা ব্যবসা করছেন তাদের সরে যেতে তিনদিন সময় বেঁধে দেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।



মন্তব্য চালু নেই