গানে গানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ফারিয়া-ওম

উদ্যোগটা অভিনব! সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সিনেমার অডিও অ্যালবাম প্রকাশ করবেন নায়ক-নায়িকা। এমন ঘটনা সচরাচর দেখা মেলে না। কিন্তু সেই ঘটনায় ঘটলো আজ। ‘হিরো ৪২০’ চলচ্চিত্রের অডিও লাঞ্চিং হলো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে। আজ বিকেলে মহাখালী টিঅ্যান্ডটি ওয়্যারলেস মাঠে শিশুদের সঙ্গে কয়েক ঘন্টা কাটিয়েছেন নুসরাত ফারিয়া ও ওম। দুই তারকাকে পেয়ে শিশুরাও আনন্দে আটখানা। সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক সৈকত নাসির।

নুসরাত ফারিয়া বাংলামেইলকে জানালেন, ‘শিশুদের সঙ্গে সুন্দর একটা বিকেল কাটালাম। আয়োজন করেছিল ইউ ফাউন্ডেশন। বাচ্চাদের নিয়েই মিউজিক লাঞ্চিং করলাম আমি, ওম ও সৈকত নাসির। বাচ্চারা আমাদের গান গেয়ে শুনিয়েছে। নেচেছে। সত্যিই ওদের সঙ্গে সময়টা কাটিয়ে খুব ভালো লাগছে।’

উল্লেখ্য, ছবিটি বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবিটিতে নুসরাত ফারিয়া ও ওমের পাশাপাশি আছেন রিয়া সেনও। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির ও ভারতের সুজিত মণ্ডল।



মন্তব্য চালু নেই