গাজীপুরে এটিএম বুথে ডাকাতি: অস্ত্র ও টাকাসহ আটক ১০

গাজীপুরে এটিএম বুথ থেকে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় অস্ত্র ও টাকাসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত ২ মার্চ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশে ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে।

রাত আড়াইটার দিকে মানিপ্লান্ট নামে একটি প্রতিষ্ঠান দুটি ট্রাংকে করে টাকাগুলো ওই বুথে নিয়ে যায়। এসময় একটি পিকআপ নিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত ওই বুথে হামলা চালান। তারা নিরাপত্তকর্মী লিয়াকত হোসেনকে মারধর করে টাকার ট্রাংক দুটি লুট করে নিয়ে যায়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ট্রাঙ্ক দুটি উদ্ধার করা গেলেও তাতে কোনো টাকা পাওয়া যায়নি।

এ ঘটনায় ৩ মার্চ মানিপ্লান্টের এটিএম কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মামলায় ১০/১২ জনকে আসামি করা হয়েছে।



মন্তব্য চালু নেই