গাছ লাগাবেন শচীন!

অরণ্যায়নের কাজে শচীন টেন্ডুলকারের সহায়তা চাচ্ছে ভারতের মহারাষ্ট্র সরকার। বাঘ সংরক্ষণ প্রকল্পের কাজে শচীন আর অমিতাভ বচ্চন দুই জনকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝির কারণে বিগ বি-কেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়।

তাই এবার বন দপ্তর চাচ্ছে, শচীন দেশবাসীকে গাছ লাগানোয় উৎসাহিত করুন। সেই সঙ্গে বন সংরক্ষণের ব্যাপারে সাহায্য করুন। বনমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার শচীনের বাড়ি গিয়ে দেখা করে তাঁকে ‘গ্রিন ব্রিগেড’ বা ‘হারিত সেনা’ প্রোগ্রামে অংশ হওয়ার অনুরোধ জানাবেন।

এই দুই কর্মসূচী মহারাষ্ট্রে শুরু হবে। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন যদি এই দুই কর্মসূচীর অংশ নাও হতে চান, তা হলে তাকে তার পছন্দের ভূমিকাই দেওয়া হবে।



মন্তব্য চালু নেই