গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার আইএসের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক জুতা ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধায় এক হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।’

প্রসঙ্গত, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে বুধবার সকাল ৬টার দিকে এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) মহিমাগঞ্জ এলাকার মৃত যোগেশ চন্দ্র প্রামাণিকের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিপেন চন্দ্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, হত্যার ঘটনায় দেবেশ চন্দ্রের স্ত্রী আনন্দ রানী বাদী হয়ে নিপেন চন্দ্রসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।



মন্তব্য চালু নেই