গর্ভবতী অবস্থায় দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

ধরুণ কোন মহিলার স্বামী মারা গেছেন কিংবা তালাকপ্রাপ্ত হয়েছেন। এমন অবস্থায় ওই মহিলার গর্ভে সন্তান রয়েছে। এমন মহিলা দ্বিতীয় বিয়ে করতে পারবে কি? চলুন শরীয়াহ মোতাবেক এর ব্যাখ্যা খুঁজে দেখি।

উত্তর: ‘এমন বিয়ে নাজায়েজ। গর্ভাবস্থায় থাকলে ততক্ষণ পর্যন্ত তার বিয়ে জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত ওই মহিলা সন্তান প্রসব না করবেন। সন্তান প্রসব করার পরেই তাঁর জন্য বিয়ে জায়েজ। অন্যথায় বিয়ে শুদ্ধ নয়।’ (সহিহ বুখারী)

হাদিসের ব্যাখ্যা অনুযায়ি এ ধরণের বিয়ে জায়েজ নয়। আর এ গর্ভবতির কারণ যদি ওই নির্দিষ্ট পুরুষ এবং মহিলা নিজেরাই হয়ে থাকেন অর্থাৎ বিয়ের আগেই যদি তাঁরা এ অন্যায় কাজটি করে ফেলেন, তাহলে তাঁদেরও শরীয়ত মোতাবেক সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা করার কথা বলা আছে। আর যারা এই ঘৃণ পাপ করবে, তাদের জন্য আখিরাতে অপেক্ষা করছে কঠিন শাস্তি।



মন্তব্য চালু নেই