গর্ভনিরোধক ওষুধ এবার পুরুষের জন্যেও!

সাম্প্রতিক গবেষণা বলছে, খুব দ্রুতই পুরুষের জন্য গর্ভনিরোধক পিল আসছে বাজারে। একটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সম্প্রতি জানিয়েছে, আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই ওষুধ জনসাধারণের জন্য খোলা বাজারে ছাড়া হবে।

অনেক ক্ষেত্রেই আবাঞ্ছিত সন্তান না-আসার উদ্দেশ্যে মহিলারা এই গর্ভনিরোধক পিল ব্যবহার করে থাকেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, যাঁরা উচ্চরক্তচাপ বা সুগারে ভোগেন অথবা সন্তানকে স্তন্যপান করান তাঁদের কোনওভাবেই এই ধরনের ওষুধ খাওয়া উচিত নয়।

তাই, সেক্ষেত্রে পুরুষরা গর্ভনিরোধক ওষুধ খেতে পারেন। সন্তানের টেনশনকে দূরে সরিয়ে নিশ্চিন্ত মিলিত হতে পারবেন অনেক যুগলই।

গবেষকরা জানাচ্ছেন এই ওষুধ সেবনে যৌনেচ্ছা কমবে তো না-ই, উল্টে সম্ভোগ হতে পারে আরও দীর্ঘস্থায়ী। ওষুধ সাময়িকভাবে শুধুমাত্র শুক্রাণুর ক্ষমতা কমিয়ে দেবে যাতে তা কোনওভাবেই ডিম্বানুকে নিষিক্ত করতে না-পারে।-এবেলা



মন্তব্য চালু নেই