গরু জবাই নিষিদ্ধ করায় মোদিকে হত্যার হুমকি

ভারতে গরু জবাই এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরকে হত্যার হুমকি দিয়েছে।

হত্যার হুমকি দিয়ে একটি বেনামি চিঠি ছেড়েছে আইএস। গোয়া পুলিশ চিঠিটি রাজ্যের সব পুলিশ স্টেশনে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

বেনামি এই চিঠিতে লেখা হয়েছে, ‘যতক্ষণ না তোমরা (মোদি ও পরিকর) গরুর মাংস খাওয়া মেনে নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সহিসালামতে থেকো।’

গোয়ার স্বরাষ্ট্র ও সাধারণ বিভাগ চিঠিটি গ্রহণ করে এবং পরে তা পুলিশের কাছে দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়াকে আইজিপি বি রেঙ্গানাথান জানিয়েছেন, এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। তিনি আরো জানিয়েছেন, চিঠিতে লেখা হয়েছে, যখন থেকে তোমরা গরুর মাংস নিষিদ্ধ করেছে, তখন থেকে তোমাদের ওপর নজর রাখছি আমরা।

মোদি ও পরিকরকে হত্যার হুমকি দেওয়া এই চিঠির বিষয়ে গোয়া পুলিশের সন্ত্রাসবিরোধী স্কয়াড তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন রেঙ্গানাথান। তাদের ধারণা চিঠিটি স্থানীয়ভাবে ছাড়া হয়েছে।

এদিকে এই হুমকির পর প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরের নিরাপত্তা আরো বাড়ানোর চিন্তা করছে ভারতীয় প্রশাসন।



মন্তব্য চালু নেই