গরু খামার থেকে ৫০০ গরু চুরি

নিউজিল্যান্ডের পুলিশ সেদেশের একটি গরুর খামার থেকে পাঁচশটি গরু চুরি যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে। দেশটির ক্যান্টারবেরির খামার থেকে কখন যে গরুগুলো প্রথম চুরি যেতে শুরু করে তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ বলছে, ”এত শত শত গরু একদিনে চুরি যাওয়া অসম্ভব – কাজেই আমরা ধারণা করছি কিছুদিন ধরে কয়েক খেপে গরুগুলো চুরি করা হয়েছে।”

গরুগুলোর মোট মূল্য নিউজিল্যান্ডের মুদ্রায় সাড়ে সাত লক্ষ ডলার অর্থাৎ প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার।

ওই খামার মালিকের একজন বন্ধু বলেছেন, ”খামার মালিক এই চুরির ঘটনায় হতভম্ব এবং খুবই ব্রিবত।”

স্থানীয় মানুষ এএফপি বার্তা সংস্থাকে বলেছে তারা এত বিপুল সংখ্যায় গরু চুরির ঘটনা আগে কখনও শোনে নি।

খামার মালিক বলছেন তার খামারে শেষ গরু গোণা হয়েছিল জুলাই মাসে যখন তার খোঁয়াড়ে ১,৩০০ গরু ছিল।

এই নজিরবিতীন গরু চুরির ঘটনার পর পুলিশ সব খামার মালিকদের সতর্ক করে দিয়ে বলেছে যেন তারা প্র্রতি সপ্তাহে তাদের গরুর হিসাব নেয়।

”খামার মালিকরা যেন তাদের বেড়ার বাইরে অতিরিক্ত সংখ্যায় গরু চরছে কীনা সে বিষয়েও চোখ কান খোলা রাখেন।”

নিউজিল্যান্ডে গরুর সংখ্যা এক কোটি, যা সেদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ডের খামারগুলোতে পশুপালনের ক্ষেত্রে ভেড়ার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গরু। -বিবিসি



মন্তব্য চালু নেই