গরুকে ‘জাতীয় মাতা’ ঘোষণার দাবিতে আত্মহত্যা

গরুকে ভারতের ‘জাতীয় মাতা’ ঘোষণার দাবিতে আত্মহত্যার চেষ্টা করেছেন গুজরাটের ‘গাউ রক্ষা একতা সমিতির’ ছয় জন। বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টার পর ওই ছয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে একজন মারা যান।
বুধবার রাজকোটের কালেক্টর অফিসে তারা এক লিখিত দাবিনামা জমা দিয়েছিলেন। যেখানে দাবি করা হয়, ২৪ ঘন্টার মধ্যে গরুকে ‘জাতীয় মাতা’ ঘোষণা করতে হবে। কিন্তু কালেক্টর অফিস তাদের দাবি আমলে নেয়নি। তারা কর্তৃপক্ষকে জানায়, তারা কালেক্টর অফিসের সামনে আত্মাহুতি দেবেন। তবে তাদের মধ্যে কেউ মারা যাননি এবং যথা সময়ে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা কালপেশ চাওডা বলেন, ‘তারা গরুকে জাতীয় মাতা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। বৃহস্পতিবার তারা এই দাবি জানায় এবং তাদের মধ্যে ছয় জন বিষ জাতীয় কিছু খেয়ে ফেলে। তাদের গ্রেফতার করে রাজকোট হাসপাতালে পাঠনো হয়।’
পরে এদের মধ্যে একজন মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ ইন্ডিয়া।
ওই ব্যক্তি হচ্ছেন, মরবির কমলেশ রাবারি, গোন্ডালের অমরভাই, আহমেদাবাদের রাঘুবির সিং জাদেজা, জাসডানার দীপক ভাগেলা এবং খিরির জায়ুভা জাদেজা।



মন্তব্য চালু নেই