গরমে রেললাইন বেঁকে ট্রেন চলাচল ব্যাহত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে গিয়ে পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মেরামত কাজ শেষে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১টার দিকে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকায় রেললাইনের কিছু অংশ বাঁকা হয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে মেরামত কাজ শেষে দুপুর ২টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, এ ঘটনায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ইমামবাড়ি ও চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।



মন্তব্য চালু নেই