গতি নিয়ে কোন আপস করবেন না তাসকিন

পুরো গতিতে বাউন্সার বল দেওয়ার সময় হাত সামান্য বেঁকে যায় তাসকিনের। আর এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ রয়েছেন তিনি। তাই নিষেধাজ্ঞা কাটাতে গতি কিছুটা কমিয়ে আনবেন কিনা প্রশ্নে তাসকিন বলেন, ‘গতি নিয়ে সামান্য আপস করবোনা।’ নিজের গতি ঠিক রেখেই অ্যাকশন শুধরে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে প্রত্যয় প্রকাশ করেন এ পোস্টার বয়।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে নিজের বোলিং অ্যাকশন শুধরানোর নবম সেশনের কাজ করেন তাসকিন। এ সময়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আর যাই হোক না কেন পেসের সাথে কোন আপস করবো না। আমি ফাস্ট বোলার। পেসটাই আমার মূল শক্তি। আল্লাহর রহমতে বড় কোন সমস্যা নাই। যেভাবে কোচরা বলছে সেভাবেই কাজ করে যাচ্ছি, উন্নতি হচ্ছে। আশা করি যে সমস্যাটা ছিল সেটা থাকবে না।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের বোলিং নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও তার স্বাভাবিক বলে কোন সমস্যাই খুঁজে পায়নি আইসিসি। পুরো গতিতে বাউন্সার বল দেওয়ার সময় সামান্য সমস্যা থাকায় তাকে নিষিদ্ধ করা হয়। তবে বড় কোন সমস্যা না থাকায় খুব শীঘ্রই বিশেষ করে ইংল্যান্ড সিরিজেই ফিরবেন বলে বিশ্বাস এ পেসারের।

‘আমি ঠিক জানিনা কবে পরীক্ষা দিতে যাবো। এটা নির্ভর করছে আমার উন্নতির উপর। কোচরা যখন মনে করবে, বিসিবি যখন মনে করবে, আর আমার আত্মবিশ্বাস বাড়ছে। সবকিছু যখন ভালো থাকবে, ইনশাল্লাহ তখনই যাবো। তবে আমি চাইনা কোন কিছুর বিনিময়ে আমি ইংল্যান্ড সিরিজ মিস করি। অনেক কঠিন পরিশ্রম করছি যাতে ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা দিয়ে আসতে পারি।’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচে খেলতে ঢাকায় আসার কথা রয়েছে ইংল্যান্ডের।



মন্তব্য চালু নেই