গণ বিশ্ববিদ্যালয়: ১৮তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয়, (সাভার) থেকে : “গণ বিশ্ববিদ্যালয়” নামটিতেই কিছুটা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আভাস ভেসে ওঠে। ১৯৯৮ সালের ১৪ জুলাই সাভারের মির্জানগরের নলামে প্রকৃতির নয়নাভিরাম পরিবেশে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু।৩২ একরের এই ক্যাম্পাসকে আদর করে শিক্ষার্থীরা বাংলাদেশের শান্তিনিকেতন নামে ডাকে।একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি, পরিবেশ, সাংস্কৃতিক কোন দিক থেকেই পিছিয়ে নেই গণ বিশবিদ্যালয়।

৩১ সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত এ বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত মানোন্নয়ন নিশ্চিত করা হয়েছে শুরুতেই। আলাদা একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন এবং খেলার মাঠ সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়টি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ধারায় সঠিক বিশ্ববিদ্যালয়ের রুপ আনায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রথম থেকেই।



মন্তব্য চালু নেই