গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন

গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম ব্যাচ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন সংক্রান্ত এক অনুষ্ঠান ২৫ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, বিবিএ বিভাগের প্রধান ড. মো: আলমগীর কবিরসহ বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিবিএ বিভাগের চূড়ান্ত পর্বের শিক্ষার্থী মালিক মো: নাহিয়ান নূর, স্বর্ণালী রায়, শাহিনুল ইসলাম, আছিফ ইমতিয়াজ, জেসমিন আহমেদ, মো: রাজিব আনসারী, রিপা মন্ডল, মো: আবির হোসেন ও মো: মিকদাদ-আল-হাসান তাদের স্ব-স্ব ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ইন্টারনাল হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: কাশেদুল ওহাব তুহিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর সহকারী অধ্যাপক মো: আলমগীর হোসেন ও ইউনাইনেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নবীনগর ব্যাঞ্চের এভিপি মোহাম্মদ আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই