গণ বিশ্ববিদ্যালয়ের ১৩তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৩তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন, রোববার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।

সভায় ২০১৫ সালের পরীক্ষার ফলাফল অনুমোদন, ২০০৯ সালে জারিকৃত চার বছর মেয়াদী অনার্স কোর্সের অধ্যাদেশ সংশোধন, বিভিন্ন বিভাগের সিলেবাস পুনর্বিন্যাসসহ কয়েকটি বিষয়ের অনুমোদন দেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন এমপি, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী ও অধ্যাপক আলতাফুন্নেসা, গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন, রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আশরাফ-উল-করিম খান, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মাহমুদ শাহ কোরেশী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদা আখতার, সাভার কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস খানসহ গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও সিনিয়র শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই