‘গণতন্ত্র না থাকলে মৌলবাদ ও ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হয়’

সুজনের (সু-শাসনের জন্য নাগরিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যে দেশে গনতন্ত্র থাকেনা সে দেশে মৌলবাদ ও ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হয়। আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সুসংহত না করি, আমরা যদি আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন না করি, আমরা যদি এই উগ্রবাদের বিরুদ্ধে সফলভাবে না দাঁড়াই তবে কিন্তু আমাদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হতে পারে।

রবিবার সকালে পিরোজপুর সুজন জেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজনের জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মোঃ দিলিপ কুমার সরকার, খুলনা আঞ্চলিক কমিটির সমন্বয়ক মাসুমুর রহমান রঞ্জু প্রমূখ।



মন্তব্য চালু নেই