গঙ্গায় নিক্ষিপ্ত পয়সা কুড়াতে গিয়ে যুবকের মৃত্যু

সোমবার শুভ মহালয়া। পুরাণমতে, দুর্গা দেবী আজ মর্ত্যলোকে পা রেখেছেন। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। আর এই দিনেই অবসান পিতৃপক্ষের।

সোমবার সকাল থেকেই কলকাতার গঙ্গা নদীর সব ঘাটেই হাজার হাজার মানুষের ভিড়। পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনায় উদ্দেশে মন্ত্রপাঠের সঙ্গে চলছে গঙ্গায় তর্পণ (পয়সা নিক্ষেপ)। এই তর্পিত পয়সা কুড়াতে গিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে এক বালকের। মৃত বালকের নাম দীপক যাদব (১৩)।

জানা গেছে, সে আরও কয়েকজন ছেলের সঙ্গে সুতোয় চুম্বক বেঁধে জলের নীচ থেকে লোকের ফেলা পয়সা সংগ্রহ করছিল। পয়সা তুলতে গিয়ে একসময় অনেকটা গভীরে চলে যায় সে। সকাল সাড়ে ৭টার দিকে জোয়ার আসতেই আচমকা তলিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করলেও, বাঁচানো যায়নি।



মন্তব্য চালু নেই