খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৪ অক্টোবর পল্টন থানাধীন মাওলানা ভাসানী মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে সাদেক হোসেন খোকা বলেন, ‘২৫ অক্টোবর বিএনপির সমাবেশে সবাই দা, কুড়াল, খন্তে, কাস্তি, বল্লম ইত্যাদি যার যা কিছু আছে তা নিয়ে হাজির হবেন।’

তিনি বক্তব্যে আরো বলেন, ‘প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেব, তাও সমাবেশ বাস্তবায়ন করে ছাড়ব।’ ওই ঘটনায় ২০১৩ সালের ৭ ডিসেম্বর পল্টন থানার উপ-পরিদর্শক শহীদুল্লাহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ২৯ নভেম্বর পল্টন থানার পরিদর্শক তোফায়েল আহমেদ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাদেক হোসেন খোকা ।



মন্তব্য চালু নেই