খেলা আর না হলে কী হবে?

ধর্মশালায় কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি। বাংলাদেশের ইনিংস নির্বিঘ্নে শেষ হলেও বৃষ্টি হানা দিয়েছে ওমানের ইনিংসের সপ্তম ওভারে। ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে সাত ওভারে ওমানের সংগ্রহ ছিল দুই উইকেটে ৪১ রান। এই অবস্থাতে খেলা শেষ হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ পেয়ে যেত ১৯ রানের জয়। নিশ্চিত হয়ে যেত চূড়ান্ত পর্ব। তবে কিছুক্ষণের বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলে ওভার কমিয়ে ওমানের সামনে দেওয়া হবে নতুন লক্ষ্যমাত্রা।

১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ওমান হারিয়েছিল ওপেনার জিসান মাহমুদের উইকেট। চতুর্থ ওভারে ওমান খেয়েছে আরেকটি ধাক্কা। আরেক ওপেনার খাউয়ার আলীর উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। বৃষ্টি শুরুর আগে তৃতীয় উইকেটে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন আদনান ইলিয়াস ও জতিন্দর সিং।

মূল পর্বে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে সব আলো অবশ্য তামিম ইকবালই কেড়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর প্রথম বাংলাদেশি হিসেবে শত রানের ইনিংসও খেলেছেন এই বাঁ-হাতি ওপেনার। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করলেও তামিমের ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বাংলাদেশ পেয়েছে ১৮০ রানের বড় সংগ্রহ। তামিমের পাশাপাশি দারুণভাবে জ্বলে উঠেছিলেন সাব্বির রহমানও। ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষপর্যায়ে উইকেটে এসে সাকিব আল হাসানও দেখিয়েছেন বিধ্বংসী চেহারা। খেলেছেন ৯ বলে ১৭ রানের ইনিংস।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ওমানের অধিনায়ক সুলতান আহমেদ।



মন্তব্য চালু নেই