খুনের ঘটনায় লেবাননে আটকা শিল্পী মমতাজ

লেবাননের রাজধানী বৈরুতে শিল্পী মমতাজের অনুষ্ঠানকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক কোন্দলে এক বাংলাদেশীর হাতে আরেক বাংলাদেশী খুনের ঘটনায় দেশটিতে অনেকে আটকা পড়ে আছেন। শিল্পী মমতাজ নিজেও লেবানন থেকে ফিরতে পারছেন না।

খুনিকে ধরতে অভিযান চালাচ্ছে লেবানন পুলিশ। এরই অংশ হিসেবে দেশটি থেকে ফিরতে চাওয়া সব বাংলাদেশীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশে কোন উড়োজাহাজেই বাংলাদেশী শ্রমিক তোলা হচ্ছে না।

এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসতে চাওয়া কিংবা সেখানে যাওয়া শিল্পী-কলাকুশলীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার রাতে বৈরুতে অনুষ্ঠিত শিল্পী মমতাজের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই হাঙ্গামা ঘটে। সেখানে একজন নিহত হয়। অনুষ্ঠানের পরদিন দেশে ফেরার কথা থাকলেও মমতাজকে এখনও লেবাননেই অবস্থান করতে হচ্ছে।

অবশ্য অন্য একটি সূত্র বলছে খুনের দায়ে অভিযুক্ত হানিফকে ধরতে স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপের সভাপতি লুৎফর রহমান শ্যামলকে আটক করেছে লেবানন পুলিশ। হানিফকে পালাতে তিনি সাহায্য করেছেন বলে সন্দেহ দেশটির পুলিশের। প্রবাসী ওই নেতার অনুরোধেই শিল্পী মমতাজ লেবাননের অনুষ্ঠানে যোগ দেন।-এমজমিন



মন্তব্য চালু নেই