খুনীদের গ্রেপ্তার দাবিতে নাসিকে দুই দিনব্যাপী ধর্মঘটের ডাক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ হত্যাকাণ্ডের ঘটনায় খুনীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে আগামীকাল রোববার থেকে দুই দিনব্যাপী অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলররা। শনিবার সকালে নগর ভবনে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন।
নাসিকের প্যানেল মেয়র-১ ওবায়েদুল্লাহ জানান, রোববার থেকে দুই দিনব্যাপী নগর ভবনের সামনে কাউন্সিলররা কর্মবিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন শুরু করবেন। এছাড়া আগামী ৭ মে তাদের মাসিক সভা রয়েছে। ওই সভা শেষে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, গত রোববার এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে দিনে দুপুরে অপহরণ করে সন্ত্রাসীরা। ওইদিন সন্ধ্যায় গাজীপুর থেকে আপহৃত নজরুলের গাড়ি উদ্ধার করা হয়। এরপর গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে অপহৃতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



মন্তব্য চালু নেই