খিটখিটে মেজাজ কমাবে গোলাপ!

ফুলের রাণী গোলাপ সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গোলাপ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

সারা বিশ্বে প্রায় ১শ’ প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপ গাছের কাণ্ডে কাঁটা থাকে। এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা দেখা যায়। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে।

আমরা গোলাপের সৌন্দর্যে অনেক বেশি আকৃষ্ট হই। কিন্তু কখনও চিন্তা করে দেখেছেন? সৌন্দর্য ছাড়াও বাহারি রঙের গোলাপের আরও কত গুণ আছে। এ ফুল শুধু ভালোবাসা বাড়ায় না আমাদের খিটখিটে মেজাজও কমিয়ে দেয়। আসুন জেনে নিই গোলাপ কীভাবে আমাদের খিটখিটে মেজাজ কমাতে সাহায্য করে?

* গোলাপের পাপড়ি পেডিকিউর ও মেনিকিউরে ব্যবহার করা হয়। গোলাপের সুবাস মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

* গোলাপে শুধু স্ট্রেস দূর করতেই সাহায্য করে তা না, এর মাঝে রয়েছে প্লান্ট হরমোন, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

* যাদের প্রায়ই খিটখিটে অন্ত্রের রোগ, পিত্ত থলি এবং লিভারের সমস্যা রয়েছে, তারা গোলাপের পানীয় পান করতে পারেন।

* গোলাপে ব্যথা উপসম হয়। গোলাপের পানি ত্বকের জন্য অনেক উপকারী। এটি ত্বক পরিষ্কারের জন্য ভালো।

* সৌন্দর্য বৃদ্ধিতে এর জুড়ি নেই। এছাড়াও ফুল প্রাকৃতিকভাবে মেজাজের পরিবর্তন ঘটায়। তাইতো ভালোবাসার মানুষকে লাল গোলাপ দেয়া হয়।



মন্তব্য চালু নেই