‘খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে’

‘গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিয়ে সরকার অত্যন্ত সূক্ষ্মভাবে খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করছে।’ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ অভিযোগ করেন।

তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার প্রবেশে সকল বাধা বন্ধের দাবিও জানান। শহীদ শফিউর রহমান মিলনায়তনে সোমবার দুপুরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে খাবার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ কোনো বাধা দেওয়া হচ্ছে না মর্মে পুলিশ প্রধান অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনসম্মুখে সমগ্র পুলিশ বাহিনীকে হেয়প্রতিপন্ন করেছেন।’

তিনি অভিযোগ করেন, ‘অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতেও দেওয়া হচ্ছে না। কেউ দেখা করতে গেলে ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে।’

রাজনৈতিক নেতাকর্মীরা অবাধে যাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন সেই গণতান্ত্রিক অধিকারের দাবি জানান তিনি।

সরকারকে সতর্ক করে দিয়ে মাহবুব হোসেন বলেন, ‘গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থী উত্থানের পথ সুগম হবে।’

জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘খাবার প্রবেশে বাধা দিয়ে সরকার খালেদা জিয়াসহ অন্যদের মৌলিক অধিকার খর্ব করে প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে।’



মন্তব্য চালু নেই