খালেদার সঙ্গে শুক্রবার শারম্যান-নিশার সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দুই প্রতিনিধি সাক্ষাৎ করবেন। প্রতিনিধিরা হলেন- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ ব্যাপারে বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাক্ষাৎ করবেন।’

দুই দেশের মধ্যে চতুর্থ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে তারা বিমানযোগে ঢাকায় অবতরণ করেন। শুক্রবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সংলাপ শুরু হবে। এই সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান নেতৃত্ব দেবেন।

এর আগে দুই দেশের মধ্যে তৃতীয় অংশীদারিত্ব সংলাপ গত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই