‘খালেদার বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার’

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য আওয়ামী লীগ বিকৃতি করে জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্ত্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খালেদা জিয়ার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি ধ্বংস করে দিচ্ছে, আমরা কি বেরিয়ে আসতে পারিনা’ তিনি এমন বক্তব্য দিয়েছিলেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচনে অংশ নেবেন তবে হাসিনার অধীনে নির্বাচন হবে না’ বিষয়টা এমন ছিল। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখা দিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন, ‘রাজনীতি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার আহ্বানে সাড়া না দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’ সরকারের মন্ত্রী এমপিদের এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান ফখরুল।

সরকারের এমপি মন্ত্রীরা সব সময় বিষেদাগার করছেন। প্রতিহিংসা থেকে রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে এমন বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিহিংসা পরায়ণ না হয়ে খালেদা জিয়ার বক্তব্য গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সঙ্কট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।



মন্তব্য চালু নেই