খালেদার পাশে দেশেও কেউ নেই বিদেশেও নেই

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দেশের বিরুদ্ধে চিকিৎসার নামে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে এক বর্ধিত সভায় এ কথা বলেন।

মায়া বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে বসে বিদেশি নাগরিক হত্যার ষড়যন্ত্র করছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কিন্তু আপনার ষড়যন্ত্রের সময় শেষ। আপনার পাশে দেশেও মানুষ নেই, বিদেশেও মানুষ নেই।’

মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়ার ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা রাজপথে থাকবো। তার সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবো। শেখ হাসিনার উন্নয়নে সহযোগিতা করবো।’

খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি সুস্থ হয়ে দেশে ফিরে শান্তির রাজনীতি করুন, গণতন্ত্রকে বিশ্বাস করুন এবং যুদ্ধাপরাধীদের বিচারে সম্মতি জানান।’

হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব সম্পর্কে মায়া বলেন, ‘দুর্গা উৎসব সবার উৎসব, আমরা সব উৎসবেই সবাই মিলে একাকার হয়ে যাই। দুর্গা উৎসবেও আমরা ঢাকাসহ সারাদেশে তাদের পাশে থাকবো। এবার সরকারের পক্ষ থেকে প্রত্যেক পূজা মণ্ডপে সাহায্য করা হয়েছে।’ সংখ্যালুঘদের ওপর যতোবার নির্যাতন হয়েছে, মহানগর আওয়ামী লীগ ততোবার তাদের তাদের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মহানগর সাধারণ সম্পাদক জানান, ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বেলা সাড়ে ৩টায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নগরের আলোচনা অনুষ্ঠিত হবে। ওই সভায় মহানগরের থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে আসবেন।

মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই