খালেদার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি দুর্নীতি মামলার আদালতের বিচারক পরিবর্তন হয়েছে। মামলার বিচারক বাসুদেব রায়কে সরিয়ে আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মতামত) আবু আহমেদ জমাদারকে নতুন বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বদলির আদেশ জারি করে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিচারক পরিবর্তন সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুমোদনও করেছেন।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে।

এর আগে বাসুদেবের প্রতি অনাস্থা জানিয়ে আদালতে আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়ার আইনজীবী।



মন্তব্য চালু নেই