খালেদার দুই মামলা ২৩ জুলাই পর্যন্ত মুলতবি

আংশিক জেরা শেষে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুই মামলার কার্যক্রম ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ মামলা দুটিতে হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই আদালত বিচারিক কার্যক্রম শুরু করেন।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত আজ পৌনে ১২টায় এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বকশিবাজারে বিশেষ আদালতের উদ্দেশে বের হন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেছিল। গত ২৫ মে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষিদের জবানবন্দি নেয়া হয়।

পরে খালেদার পক্ষে তার আইনজীবীরা বাদির সাক্ষ্য বাতিলের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে আসামিকে জেরা করার আদেশ দেন। সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণ ১৮ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

নিরাপত্তার অজুহাতে টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ৫ এপ্রিল তিন মাস পর কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান তিনি।

মামলায় হাজিরা শেষে খালেদা জিয়া তার গুলশানের বাসায় রওনা হন।



মন্তব্য চালু নেই