জাতিসংঘকে বাংলাদেশ

খালেদার গাড়িতে হামলার ঘটনা তদন্ত হচ্ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে একাধিক হামলার ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থাটির মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন দুজারিক নিউইয়র্ক সময় বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

দুজারিক বলেন, আমাকে বিভিন্ন সময় বাংলাদেশের পরিস্থিতি ও বিএনপি নেতা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে আমাদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আবারও আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি (মহাসচিব) বিশ্বাস করেন, নির্বাচনী প্রচারণার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

রাজধানী ঢাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে সোম, মঙ্গল ও বুধবার টানা তিন দিন হামলার শিকার হন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর মধ্যে গত বুধবার খালেদার চলন্ত গাড়িও হামলার শিকার হয়। এ সময় খালেদা গাড়ির ভেতরে থাকলেও আহত হননি।



মন্তব্য চালু নেই