খালেদার কার্যালয়ে ‘শত নাগরিক কমিটি’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে গেছে ‘শত নাগরিক কমিটি’র একটি প্রতিনিধিদল।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল কার্যালয়ে প্রবেশ করে।

‘শত নাগরিক কমিটি’র এই প্রতিনিধি দলটি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোসহ ছয়টি অনুরোধ জানিয়েছিল। তাদের অন্য চাওয়াগুলো ছিল- সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী কাজ বাধাহীন করা, কারাবন্দিদের প্রচার কাজে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, বিরোধী দল সমর্থিতদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ঠেকানো, অস্ত্র ও পেশি শক্তি নিয়ন্ত্রণ, প্রচারকর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা।

সে সময় বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘এবার সিটি নির্বাচনের তফসিলে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে ইতিমধ্যে অনেক সাড়া পড়ছে।’

তিনি বলেন, ‘শত নাগরিক কমিটির প্রতিনিধিদল বলেছে, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। যাই হোক, তাদের দাবির বিষয়ে আমি কিছু বিষয় জানিয়েছি। শত নাগরিক কমিটি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ওপরই জোর দিয়েছে। এ ক্ষেত্রে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও কারাবন্দি থাকার বিষয়টিও উঠে এসেছে তাদের কথায়।’



মন্তব্য চালু নেই