খালেদাকে ১৭ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, আজ আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। আজ তিনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ায় আগামী ১৭ এপ্রিল তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনার ক্ষেত্রে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদাসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। দায়েরকৃত মামলায় প্রত্যেকের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র জমা দেয়া হয়।

খালেদা-হারিছ ছাড়া মামলার অপর দুই আসামি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সাবেক পিএস মনিরুল ইসলাম খান আজ আত্মপক্ষ সমর্থন করে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে হারিছ চৌধুরী পলাতক থাকায় আজ তার শুনানি হয়নি।



মন্তব্য চালু নেই