খালেদাকে হাসিনার হত্যাপ্রচেষ্টাকারী বললেন ইনু

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়ন ও সংস্কারের বদলে বেগম খালেদা জিয়া খুনিদের রক্ষার রাজনীতি করে আসছেন। মহাজোট সরকার হত্যা-খুনের রাজনীতির অবসান চায়। এ কারণেই যুদ্ধাপরাধীদের বিচার চলছে, বিচার হয়েছে বঙ্গবন্ধুর খুনিদেরও।

বৃহস্পতিবার ঢাকার মিরপুরে জাসদ ঢাকা মহানগর (পশ্চিম) আয়োজিত মহান মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

খালেদা জিয়ার উদ্দেশ্য করে ইনু বলেন, ‘যতদিন আপনি খুনিদের নিয়ে রাজনীতি করবেন, ততদিন আপনি গণতন্ত্রের জন্য অনুপযুক্ত থাকবেন।’

কর্নেল তাহের হত্যায় আদালতের রায় স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কর্নেল তাহেরের হত্যাকারী জিয়া আর শেখ হাসিনাকে হত্যাপ্রচেষ্টাকারী খালেদা জিয়া।’

ইনু বলেন, ‘একাত্তর, পঁচাত্তর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা- এই তিন পর্বের জঘন্য খুনিদের নিয়ে বিএনপি নেত্রী ক্ষমতা দখলের চক্রান্ত করছেন। খালেদা জিয়া মুখে বাংলাদেশের কথা বললেও অন্তরে পাকিস্তানি। মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে চক্রান্তকারী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক। সে কারণেই বেগম খালেদা জিয়া ক্ষমতায় গেলে দেশে খুনের রাজত্ব কায়েম হবে। খুনি হালাল করা রাজনীতি জাসদ করতে দেবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাসদকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি সম্ভব নয়। মহান মুক্তিযুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে জাসদ লড়াই করেছে স্বাধীনতা ও মেহনতী সাধারণ মানুষের অধিকারের জন্য। জাসদ নীতির জন্য, মানুষের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, নারীর সম্মান রক্ষার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছে।’

জাসদ নেতা আব্দুস সাত্তার মাতবরের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাসদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাসদের সাংগঠনিক সম্পাদক নূরুল আখতার ও করিম শিকদার, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম, জাসদ ঢাকা মহানগরের (পশ্চিম) সাধারণ সম্পাদক নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক টুটুল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই