‘খালেদাকে আত্মসমর্পণে বাধ্য করা হবে’

শিগগিরই জনপ্রতিরোধের মুখে খালেদা জিয়ার সকল আন্দোলন প্রতিহত করে তাকে আত্মসমর্পণে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

যতদিন আন্দোলনের নামে মানুষ হত্যা, সহিংসতা ও অরাজকতা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত কাজী আরেফ আহমেদের ১৬তম শাহাদাতবার্ষিকীর স্মরণে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুল হক টুকু বলেন, ‘খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী, তার প্রতিহিংসামূলক রাজনীতিতে সাড়া দেশে সাধারণ মানুষ পুড়ে ছাই হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকুক এটা খালেদা চায় না।’

আন্দোলনের নামে খালেদা জিয়ার যে কর্মসূচি তা মানুষ হত্যার কর্মসূচি মন্তব্য করে টুকু বলেন, ‘তাই বাংলার জনগণ এই কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এদেশের মানুষ মাত্র নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। অতিশীঘ্রই আপনার আন্দোলন প্রতিহত করে আপনাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে।’

সংগঠনের সভাপতি কাজী মাসুদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই