খানসামায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দাসপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়,উপজেলার দাসপাড়ার সওকত হোসেনের সাথে তার প্রতিবেশি শফিকুল ইসলামের দীর্ঘ ৫ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকাল ৫ টায় সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত হাবিল উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম(৪৪) মারা যায় ।

আহতরা হল রবিউল(৩৬), তহিদুল(৩২), আমিনুল(৩৫), ওসমান(৩০), আনজুয়ারা(৩২) রেজিয়া(৪৫), সহিদুল(৩০), আইনুল(৩৫)। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে হাসপাতাল থেকে ৪ জনকে আটক করে পুলিশ আটককৃতরা হল রাজ্জাক(৩৫), সওকত(৪৮), নাজমুল(১৭),রব্বানি(১৮)।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে।



মন্তব্য চালু নেই