খাদ্য ঘাটতির আশংকায় রাঙামাটি

এ বছর রাঙামাটি জেলায় খাদ্য ঘাটতির আশংকা করেছেন কৃষিবিদরা। অতি বৃষ্টি ও কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির ফলে এ আশংকা।

শুক্রবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন কৃষিবিদরা। কৃষিবিদরা বলেন, পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে খাদ্য ঘাটতি জেলা রাঙামাটি। এই জেলার মাত্র ৫ শতাংশ জমিতে কৃষি চাষ করা সম্ভব হয়।

কিন্তু এ বছর অতি বৃষ্টি ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে আমন ধান নষ্ট হয়ে গেছে। এছাড়া চাষযোগ্য জমি পানিতে তলিয়ে যাওয়ায় বহু জমি চাষের আওতার বাইরে চলেগেছে।

রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রমনী কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার, কৃষি বিষয়ক উপদেষ্টা কাজল তালুকদার, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক।

আলোচনা সভায় কৃষি ও খাদ্য বিষয়ক ধারণাপত্র পাঠ করেন অতিরিক্ত উপ পরিচালক (শস্য) তপন কুমার পাল। এর আগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।



মন্তব্য চালু নেই