খন্দকার মোশাররফের বিরুদ্ধে অর্থপাচার মামলা চলবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থপাচার মামলার সাক্ষ্যগ্রহণ চলবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

নিম্ন আদালতে মোশাররফের বিরুদ্ধে এ মামলায় চার্জ গঠন হয়ে সাক্ষ্যগ্রহণ চলছে, সে চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামিপক্ষের করা রিভিশন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে মোশাররফের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আদালত আদেশে বলেছেন, ‘নট প্রেস রিজেক্ট’ (উত্থাপিত হয়নি মর্মে খারিজ)।

উচ্চ আদালতের এ আদেশের পর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিম্ন আদালতে অর্থপাচারের মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।



মন্তব্য চালু নেই