খনিতে পাঁচদিন অবরুদ্ধের পর জীবিত উদ্ধার

চীনের পূর্বাঞ্চলে একটি খনি ধসে আটকা পড়া ৮জন কর্মীকে জীবিত উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারীরা। আটকা পড়ার পাঁচদিন পর বুধবার তাদের উদ্ধার করা হয়।

বড়দিনে দেশটির শ্যাডোং প্রদেশে একটি জিপসাম খনিতে ভূমিধসের কারণে নিহত হন অন্তত একজন। এছাড়া ১১ জনকে জীবিত উদ্ধারের পর এখনো নিখোঁজ রয়েছেন ৯ কর্মী।

বুধবার ইনফ্রারেড ক্যামেরায় দেখা যায়, যে শ্রমিকরা তাদের হাত নাড়ছে। তখনই রশি ফেলে তাদর উপরে নিয়ে আসা হয় বলে জানায় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চায়না সেন্ট্রাল টেলিভিশন।

এছাড়া তাদের জন্য উদ্ধারকারীরা খাবারও পাঠায় বলে জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া। সিসিটিভি জানায়, কর্মীরা ক্ষুধায় অসুস্থ হয়ে গেলেও খুব বড় শারীরিক কোনো ঝুঁকিতে নেই।

খনিধসে আটকা পড়ার দুইদিন পর আত্মহত্যা করেছিলেন খনির মালিক মা কঙ্গবো।

সূত্র: দ্য গার্ডিয়ান



মন্তব্য চালু নেই