ক্ষোভে ফুঁসছে ফুটবলবিশ্ব, হাত দিয়ে গোলে ‘স্বপ্নভঙ্গ’ ব্রাজিলের

পঁচা শামুকে পা কেটে কোপা আমেরিকা শেষ হলো ব্রাজিলের। পেরুর বদলি খেলোয়াড় রুইদায়াসের হাত দিয়ে গোলের ঘটনায় দুনিয়াজুড়ে বইছে ক্ষোভের ঝড়। প্রশ্নবিদ্ধ হচ্ছে রেফারিং!

বাংলাদেশে সময় সোমবার সকাল সাড়ে ৭টায় ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে হার দিয়ে কোপা স্বপ্ন শেষ হয়ে নেইমার বিহীন ব্রাজিলের।এর আগের ম্যাচে ব্রাজিল, যারা আগের ম্যাচেই হাইতিকে সাত গোলে ডুবিয়ে এদিন নেমেছিল পেরুর বিরুদ্ধে।

পেরু নিঃসন্দেহে ভাল টিম। তবে এদিনও শুরু থেকে আক্রমণের ঝড় তুলে দিয়েছিলেন দুঙ্গার ছেলেরা। তবে গোল পাননি। গোলমুখে পায়ের জটলা করে বারে বারে ব্রাজিলকে ফিরিয়েছে পেরু।

কিন্তু দুর্ঘটনাটি ঘটল খেলার ৭৫ মিনিটে। অ্যান্ডি পোলোর বিষাক্ত ক্রস যখন ব্রাজিলের পেনাল্টি বক্সে ঢুকল, তখন গোটা ব্রাজিল ডিফেন্স একলাইনে দাঁড়িয়ে। বল যায় পেরুর রাউল রুইদায়াজের কাছে। বল জালে জড়ানোর পরেই সঙ্গে সঙ্গে রেফারিকে ঘিরে ধরেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের দাবি, রুইডায়াজ হাত দিয়ে বল গোলে ঠেলেছেন। দীর্ঘক্ষণ আলোচনা করেন ম্যাচ অফিশিয়ালরা।

এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এত আলোচনার পরেও তাঁরা গোল দিয়ে দেন পেরুর পক্ষে। অথচ রিপ্লে-তে স্পষ্ট দেখা গিয়েছে যে, রুইডায়াজ হাত দিয়ে বল গোলে ঠেলেছেন। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার সেই গোলের কথা মনে করিয়ে দিল এদিনের ঘটনা।-এবেলা



মন্তব্য চালু নেই