ক্ষোভে দুঃখে নিজ জমির গম পুড়িয়ে দিলেন কৃষক

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : গম আবাদের খরচ এবং কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় আবাদকৃত গম কেটে ও মাড়াই করে লোকসান হওয়ায় ক্ষোভে দুঃখে ২ বিঘা জমির পাকা গম পুড়িয়ে ফেললেন এক কৃষক।

ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পার্শ্বডাঙ্গা মাঠে। মঙ্গলবার দুপুরে পার্শ্বডাঙ্গা গ্রামের গম চাষী সাধু শেখ তাঁর আবাদ করা গম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

সাধু শেখ জানান, এক বিঘা গম আবাদ করে যে খরচ হয়েছে। কাটা ও মাড়াই করার পর অর্ধেক লোকসান গুনতে হচ্ছে। তাই গম পুড়িয়ে ফেলেছি।

তিনি জানান এবার গমের ফলন কম। এক বিঘা জমিতে গমের ফলন হয় ১১/১২ মণ। যার বর্তমান বাজার দর ৮ হাজার টাকা।

অথচ সেচ, সার, বীজ, কাটা মাড়াই দিয়ে খরচ ১০ হাজার টাকা। ফলে লোকসান গুনতে হচ্ছে। তাই লোকসান না দিয়ে গম পুড়িয়ে দিয়েছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদ-উদ-দৌলা বলেন, এবার গমের ফলন কম। কৃষকের খুব একটা লাভ হবে না।



মন্তব্য চালু নেই