দিনাজপুরের কিছু খবর

ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বিওয়াইএফসি’র

বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসার্ন্স, আঞ্চলিক কার্যালয়, বিরামপুর বেলডাংগায় অংকুর শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ফলাফল প্রকাশ ও মহান বিজয় দিবস উপলক্ষে খুদে শিক্ষার্থিদের পুরস্কার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে বিওয়াইএফসি’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুজ্জামান আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য ও আওয়ার নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হক মানিক প্রমুখ। পুরাস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শিশুরা আগামীদিনের ভবিষৎ, শিশু বান্ধব পরিবেশের মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এই বিষয়ে অভিভাবক গণকে এগিয়ে আসার আহ্বান জানান।

ফুলবাড়ী পৌরসভার জাইকা প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নকল্পে আলোচনা সভা:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জাইকা প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী পৌরসভা চত্বরে জাইকা প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নকল্পে এক আলোচনা সভা পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর এ.এন.এম এনায়েত উল্যাহ্, ফুলবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াদ করেন, আলহাজ্ব মো. মামুনুর রশিদ, গীতা পাঠ করেন, শ্রী সুমন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম।
ফুলবাড়ী পৌরসভার জাইকা প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্পের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভাটি পরিচালনা করেন, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ, উপস্থাপনায় ছিলেন, মোছাঃ লাকী আক্তার।

প্রবীন বিষয়ে দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক কর্মশালা:
দিনাজপুরের ঘাসিপাড়া এফপিএবি, কনফারেন্স হল রুমে প্রবীন বিষয়ে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় দিনাজপুর এফপিএবি কনফারেন্স হলরুমে Promoting the Rights of Older People and Influencing Policy through Cultural Campaigning and Media Work নামক একটি প্রকল্প দিনাজপুর জেলার অন্তর্ভূক্ত সদর উপজেলার সুন্দরবন, শেখপুরা, ফুলবাড়ি উপজেলার আলাদিপুর, খয়েরবাড়ী এবং বিরামপুর উপজেলার খানপুর, পলিপ্রয়াগপুর ইউনিয়নে দাতাদের সহযোগিতায় পিছিয়ে পড়া নির্যাতিত, নিপিড়িত জনগোষ্ঠীর অধিকার আদায় ও জীবনমান উন্য়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, বহুব্রীহি এনজিও’র নির্বাহী পরিচালক জাকির হোসেন, আউটরিচ এন্ড ক্যাম্পেইন হেলপ এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিন্নাত আরা, বিডি নিউজ ২৪ ডট কমের দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, বাহের সংবাদ, দিনাজপুর প্রতিনিধি শামীম রেজা, মাই টিভি’র জেলা প্রতিনিধি মুকুল চ্যাটার্জী, আওয়ার নিউজের জেলা প্রতিনিধি মাহামুদুল হক মানিক, দৈনিক নয়াদিগন্ত বিরামপুর প্রতিনিধি ড. নুরুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন, দিনাজপুর জি টিভি’র জেলা প্রতিনিধি তানিয়া শারমিন তানু, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি কামরুল হুদা হেলাল, এশিয়া টিভি’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক স্বর্ণসকাল পত্রিকার বার্তা সম্পাদক তোফায়েল আহম্মেদ জুয়েল, এখনি সময় ডটকম দিনাজপুরের সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি দেলোওয়ার হোসেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি আফজাল হোসেন, চ্যানেল আই দিনাজপুর ষ্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুর রহমান আসাদ, ষ্টাফ রিপোর্টার মেহেদী হাসান, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দৈনিক তিস্তার বিরামপুর প্রতিনিধি মোবারক হোসেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান (মেহেদী), দৈনিক বায়ান্নর আলো পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাহিদ সভাপতি, বুলু সম্পাদক:
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদুল ইসলাম জাহিদ (এনটিভি) ও সাধারন সম্পাদক পদে আনোয়ার হোসেন বুলু ( জিটিভি/আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছেন। কোন পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন কমিশনার অধ্যাপক ওসমান গনি শুক্রবার (১৯ ডিসেম্বর) তাদের চুড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষনা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহিম মন্ডল ( দৈনিক আজকের দেশবার্তা), সহ-সাধারন সম্পাদক এটিএম রবিউল ইসলাম সুইট (দৈনিক খবর একদিন), সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী (দৈনিক সংবাদ), দপ্তর ও কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন (দৈনিক জনতা/ তিস্তা), কার্যকরী সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান (দৈনিক ইত্তেফাক) ও ডাঃ আলতাফ হোসেন (দৈনিক করতোয়া)। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন হাকিমপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ওসমান গনি, অধ্যাপক জানে আলম ও হাকিমপুর শিশু নিকেতনের অধ্যক্ষ নুরুল ইসলাম শুভ।IBBL-22.12.2014

বিরামপুরে শীতার্তদের হাতে ইসলামী ব্যাংক দিলো শীতবস্ত্র:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বিরামপুর শাখা কর্তৃক ২২ ডিসেম্বর সোমবার বিকেলে ম্যানেজার এবং এসপিও হারূন-উর-রশিদ এর সভাপতিত্বে হত-দরিদ্র এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, সিনিয়র অফিসার মাসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই