ক্ষমা চাইলেন সিজার

ব্রাজিলের গোলদ্বার রক্ষার দায়িত্বে ছিলেন হুলিও সিজার। গ্রুপপর্ব থেকে দারুণভাবেই তা পালন করেছেন। কিন্তু সেমিফাইনালে পারেননি। তার গ্লাভসকে ফাঁকি দিয়ে স্বাগতিকদের জালে ৭ বার বল পাঠিয়েছে জার্মানি। ম্যাচ শেষে বিষয়টিকে বুঝাতে শুধু একটা শব্দই উচ্চারণ করেছেন সিজার। বলেছেন, ‘এটা ব্যাখ্যাতীত।’

খেলার প্রথমার্ধেই ব্রাজিলের জালে পাঁচবার বল পাঠিয়েছে মুলাররা। বিরতির পর আরও দুইবার গোল করেছে জার্মানি। একটি গোল শোধ করেতে সক্ষম হয়েছে ব্রাজিল। অশ্রুসিক্ত চোখে সিজার বিষয়টি নিয়ে বলেছেন, ‘সত্যি বলছি, এটা ব্যাখ্যা করা কঠিন। কারণ এটাকে ব্যাখ্যা করে বোঝাতে পারব না।’

ব্রাজিলের গোলরক্ষক আরও বলেছেন, ‘জার্মানিরা খুবই শক্তিশালী। আমরা স্বীকার করছি, প্রথম গোল হজমের পরই আমরা আরও একতাবদ্ধ হয়েছি। যদিও শুরুতে গোল হজমের বিষয়টি আমরা প্রত্যাশা করিনি। আমরা দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। তবে আশা করছি, ভবিষ্যতেও তারা আমাদের একই ভাবে সমর্থন দিয়ে যাবেন।’

দলের এমন হার মেনে নিতে কষ্ট হয়েছে অধিনায়ক ডেভিড লুইয়ের। চোখের জল ধরে রাখতে পারেননি এই ডিফেন্ডার। অশ্রুসজল চোখে তিনি বলেছেন, ‘আমি শুধু দেশের মানুষকে খুশি করতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, আমরা তা পারিনি। আমি দুঃখিত। প্রত্যেক ব্রাজিলিয়ানের কাছে ক্ষমা চাচ্ছি। তারপরও আমি চাইব সবাই হাসুক।’



মন্তব্য চালু নেই